স্টাফ রিপোর্টার:: সিলেটের বিশ্বনাথ থেকে মোছাঃ তামান্না বেগম (২৪) নামে এক যুবতী নিখোঁজ রয়েছেন সে সিলেট মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী ও পনাউল্লা বাজার বড় খুরমা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মেয়ে।
জানাযায় গত বুধবার ( ১৬/০৮/২০২৩) ইং বেলা ০১ ঘটিকার সময় নিজ বাড়ী হইতে সিলেট শামিমাবাদ মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে যাওয়ার পথে তামান্না নিখোঁজ হয়। নিখোঁজের পর আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজোখোজি করে তামান্নার সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে তামান্নার পিতা নুরুল ইসলাম ২১/০৮/২০২৩ ইং বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি ( জিডি) করেন।জিডি নং: ৮৫২ জিডি সূত্রে জানাযায় মোছাঃ তামান্না বেগম, (২৪), জাতীয় পরিচয় পত্র নং- ৩৭৫৭৬৪৪২৭৭, গত ১৬/০৮/২০২৩ইং বুধবার বেলা ১.০০ ঘটিকার সময় নিজ বাড়ী হইতে সিলেট মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজে, যাওয়ার পথে সে নিখোঁজ হয় ।
তামান্না মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তামান্নার সন্ধান পেয়ে থাকেন তাহলে +880 1719-235237 মোবাইল নম্বরে অথবা বিশ্বনাথ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
তামান্নার পিতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।













