Search

বিশ্বনাথে শিম ক্ষেত থেকে বৃ দ্ধা র লাশ উদ্ধার ​ ​

সিলেটের বিশ্বনাথে একটি শিম ক্ষেত থেকে লেচু বেগম (৬৫) নামের এক বৃ দ্ধা র লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ২টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের একটি শিম ক্ষেত থেকে তার নি’থ’র দে**হ উদ্ধার করা হয়।

​লেচু বেগম একই ইউনিয়নের রহিমপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃ**ত আবদুল লতিফের মেয়ে। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি দীর্ঘ দিন ধরে বাবার বাড়িতেই বসবাস করছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেচু বেগম অত্যন্ত সরল স্বভাবের মানুষ ছিলেন। জীবিকার তাগিদে তিনি অন্যের বাড়িতে কাজ করতেন। শনিবার সকাল ৮টার দিকে চা-নাস্তা খেয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। দুপুর ১টার দিকে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের বাবুল তালুকদারের শিম ক্ষেতে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ২টার দিকে লাশ উদ্ধার করে।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অনীক বড়ুয়া জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সু’র’ত’হা’ল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ম’য়’না’ত’দ’ন্তে’র জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ম*র্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত