নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন জমাদানের শেষদিনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা।
একই সাথে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের জ্যেষ্ঠ ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
এদিকে, একইদিন বিকেল পৌনে ৪টার দিকে বিশ্বনাথের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবীর কাছে তাহসিনা রুশদীর লুনা ও ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব আলাদাভাবে মনোনয়নপত্র জমা দেন। এর আগে তারা ওসমানীনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একইভাবে মনোনয়নপত্র জমা দেন।
বিশ্বনাথে মনোনয়নপত্র জমাদান শেষে এক প্রতিক্রিয়ায় সিলেট-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘আমি সকলের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করছি। এই নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হবে-এমনটা প্রত্যাশা করছি। ভোটারদের প্রতি অনুরোধ, দীর্ঘ ১৭ বছর পরে সবাই ভোটের সুযোগ পাচ্ছেন। দয়া করে সবাই ভোটে অংশগ্রহণ করে ধানের শীষকে বিজয়ী করবেন। এই নির্বাচনে বিএনপি বিজয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন-ইনশাআল্লাহ।’ ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের মনোনয়নপত্র জমাদানের বিষয়ে তাহসিনা রুশদীর লুনা সাংবাদিকদের জানান, ‘এটা একটা কৌশলের অংশ মাত্র।’













