Search

বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি শনিবার

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট প্রবর্তিত আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি পরীক্ষার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। আগামি শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে স্থানীয় খাজাঞ্চী একাডেমি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খাজাঞ্চী ইউনিয়নের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দুই শতাধিক শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছেন জানিয়ে বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সুহেল মিয়া, সেক্রেটারি ফয়ছল আহমদ সোবাহদার ও পরীক্ষা নিয়ন্ত্রক আতিকুর রহমান জানান, ইতোমধ্যে গত বৃহস্পতিবার ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে পরীক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ আমরা সকলের পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি।-প্রেসবিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত