Search

জনস্বার্থ সংশ্লিষ্ট জায়গায় কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না : ডিসি সারওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওযার আলম হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, ‘জনস্বার্থ সংশ্লিষ্ট জায়গায় কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না। ইতোমধ্যে অনেক জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রয়োজনে আরও করা হবে।’

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দখলে-দুষণে বিপন্নপ্রায় বিশ্বনাথের ঐতিহ্যবাহী বাসিয়া নদী নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এমন হুশিয়ারী উচ্চারণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার আগমনের খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করেছেন। তাই, আজকে এটি কিছুটা উন্নত অবস্থায় আছে। তবে, এই মান ধরে রাখা জরুরি। এখানে এসে দেখলাম, হাসপাতালের অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো। তবে, এই হাসপাতালের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চিকিৎসক সংকট। বর্তমানে এখানে মাত্র চারজন চিকিৎসক কর্মরত আছেন। এত বড় হাসপাতালে তিন শিফটে এই সংখ্যক চিকিৎসকের মাধ্যমে সেবা দেওয়া অত্যন্ত কষ্টকর।’

চিকিৎসকদের দায়িত্ব পালনে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রায়ই চিকিৎসকদের অনুপস্থিতি বা দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠে। সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা সম্ভব হয়, এতে জবাবদিহিতা নিশ্চিত হয়।’

স্থানীয়দের উদ্দেশে ডিসি সারওয়ার আলম বলেন, ‘হাসপাতাল এলাকায় অপ্রয়োজনে কেউ যেন আড্ডা না দেন। এতে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা বিঘ্নিত হয়।’

সরকারি ওষুধ বেসরকারি ফার্মেসিতে বিক্রির বিষয়ে তিনি সতর্ক করে বলেন, ‘যদি সরকারি ওষুধ কোনো বেসরকারি ফার্মেসিতে বিক্রি হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বা বেসরকারি-কাউকে ছাড় দেওয়া হবে না।’

এর আগে, মঙ্গলবার দুপুর ১২টায় তিনি বিশ্বনাথ থানা পরিদর্শন করেন। বিকেল ৩টায় উপজেলা হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাউন্ডবক্স ও ক্রীড়া সামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে নানা উপকরণ বিতরণ করেন। পরে, উপজেলা ভূমি, কৃষি, সমাজসেবা, প্রাণিসম্পদ ও শিক্ষা অফিস এবং পৌরসভা কার্যালয় পরিদর্শন করে প্রত্যেক দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, মো. সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর মঙ্গলবার প্রথমবারের মতো বিশ্বনাথ উপজেলায় আসেন। তার পরিদর্শনকে কেন্দ্র করে সকাল থেকে পাল্টে যায় পৌরশহরের চিরচেনা রূপ। প্রতিদিনের যানজটের শহর হয়ে যায় যানজটবিহীন। পরিচ্ছন্ন হয়ে যায় রাস্তাঘাট। হকারমুক্ত করা হয় বাসিয়া ব্রিজের ফুটপাত। ধৌত করা হয় প্রবাসী চত্বর। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে আনসার, গ্রামপুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়। তাদেরকে দায়িত্ব পালন করতে দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটেও।

মঙ্গলবার সবচে আলোচিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ। সারাবছর নোংরা পরিবেশ থাকলেও এ দিন চকচক করছিল পুরো কমপ্লেক্স। বাড়ানো হয়েছিল সেবার মানও। তবে, বিষয়টি নজর এড়ায়নি ডিসি সারওয়ার আলমের।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত