নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে নিজের ঘরের ছাদ থেকে পড়ে কয়েস মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর (বড়বাড়ি) গ্রামে। কয়েস ওই গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
স্থানীয় একটি সূত্র জানায়, গেরস্থালির কাজে ছাদে উঠেন কয়েস মিয়া। অসাবধানতাবশতঃ সেখান থেকে পা পিছলে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, আজ রাত ১১টায় কয়েস মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরে, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।













