নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ২৬তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও একাডেমির বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে বিভিন্ন হল পরিদর্শন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন ও সংস্থার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ড. রইছ উদ্দিন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা মুহা. লুৎফুর রহমান, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মইনুল ইসলাম পারভেজ, সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য মাওলানা আহমদ আলী হেলালী, সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হেলাল আহমদ, আলতাফুর রহমান, শফিক আহমদ পিয়ার ও আজিজুর রহমান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সদস্য কামরুল আশিকী ও মো. আব্দুল্লাহ।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সংস্থার বর্তমান সভাপতি মো. আজাদুল ইসলাম। সচিবের দায়িত্ব পালন করেন মো. সাইদুল ইসলাম।
এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং ৪২টি প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। সব মিলিয়ে মোট ৭০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মেধার বিকাশ, অনুপ্রেরণা ও প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করার লক্ষ্য নিয়ে বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা প্রতি বছর নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে।













