Search

বিশ্বনাথে ৬টি চোরাই অটোরিকশা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে চোরাই ও নাম্বারবিহীন ৬টি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ ও কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে বিশ্বনাথ পৌরশহরের জানাইয়া (মশুল্লা) গ্রামের শরীফ উদ্দিনের বাড়ি থেকে ৫টি এবং পূর্ব মন্ডলকাপন গ্রামের ময়না মিয়ার বাড়ি থেকে ১টি অটোরিকশা উদ্ধার করে। এসময় চুরির সাথে জড়িত সন্দেহে বিশ্বনাথ পৌরশহরের রাজনগর গ্রামের জুনাব আলীর ছেলে ও জানাইয়া (মশুল্লা) গ্রামের শরীফ উদ্দিনের ভাগনা জুয়েল আহমদকে আটক করে পুলিশ। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশা চালক।

থানা সূত্রে জানা গেছে, কানাইঘাট থানা পুলিশ একটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধারে নেমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে গাড়িটি বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রাম এলাকায় রয়েছে। এরপর, কানাইঘাট থানা পুলিশ বিষয়টি বিশ্বনাথ থানা পুলিশকে অবহিত করলে দুই থানা পুলিশ অভিযান চালিয়ে ৬টি গাড়ি উদ্ধার করে।আটক জুয়েল আহমদ অটোরিকশা চুরি করে এনে বাড়িতে রেখে মেরামত করে বিক্রি করে।

এদিকে, উদ্ধার হওয়া ৬টি অটোরিকশার মধ্যে ২টির প্রকৃত মালিক শনাক্ত করতে কাগজপত্র যাচাইবাচাই চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিএনজিচালিত অটোরিকশার চোর সিন্ডিকেটকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত