Search

তারেক রহমানকে ধানের শীষ প্রতীকের বিজয় উপহার দিতে চান ইলিয়াসপত্মী লুনা

​নিজস্ব প্রতিবেদক :: ​সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। মনোনয়ন পাওয়ার পর আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত ও দোয়ার মধ্যদিয়ে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন।

​মাজার প্রাঙ্গণে নফল নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তাঁর নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেন। এই আসনে ইলিয়াস আলীর সহধর্মিণীর প্রার্থীতা ঘোষণার পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী কর্মসূচি।

​বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘বিএনপি আমাকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছে। বিশ্বনাথ-ওসমানী নগরবাসীর মার্কা এই ধানের শীষ। এখন সব ভেদাভেদ ভুলে, দুঃখ-কষ্ট ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করে আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।’

​তিনি আরও বলেন, ‘আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে মাঠে নেমেছি। আমার স্বামী এম ইলিয়াস আলী যে গণমানুষের রাজনীতি করতেন, আমি সেই রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করতে বিগত ১৩ বছর ধরে কাজ করছি।’ ​এ সময় তিনি তাঁর স্বামীর আমলে হওয়া উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ইলিয়াস আলী সিলেট-২ আসনে অভূতপূর্ণ উন্নয়ন উপহার দিয়েছিলেন। আমি সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। বিশ্বনাথ-ওসমানী নগরবাসীর অধিকার রক্ষা ও উন্নয়নই হবে আমার অঙ্গীকার।’

​নির্বাচনে জয়লাভের জন্য তিনি স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত