Search

বিশ্বনাথে ভোররাতে আ/গু/নে পু ড় লো দোকান, প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বিশ্বনাথে ভোররাতে আ/গু/নে পু ড় লো দোকান, প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে একটি পাইকারি দোকানে অগ্নিকাণ্ডে সব মালামাল পুড়ে ভস্ম হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজারে মের্সাস ‘এনামুল হক এন্ড বাদার্স’ নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে দোকানের ভেতরে নলকূপ স্থাপন কাজের সাতজন শ্রমিক ঘুমাচ্ছিলেন। ভোররাতে তারা গায়ে আগুনের তাপ অনুভব করেন। চোখ মেলে আগুন দেখেই তারা কোনোমতে দোকানের সাটার খুলে বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দোকানের স্বত্বাধিকারী এনামুল হকের ভাতিজা জুমেল আহমদ জানান, ‘প্রতি দিনের মত রাত ১০টার দিকে আমরা গুদামে কিছু মালামাল লোড করার পর দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। ফজরের পর আমাদের কাছে খবর আসে, দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি বাজারের মানুষজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করছি, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বিশ্বনাথ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত