বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সিলেটের হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘদিন যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসী রাজনীতিতে সক্রিয় ছিলেন হুমায়ুন কবির। স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত থাকার পর তিনি বিএনপিতে যোগ দেন এবং দ্রুতই দলের আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ এবং বিদেশি গণমাধ্যমে দলের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিএনপির প্রতিনিধি হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে তিনি আন্তর্জাতিক পরিসরে আলোচনায় আসেন। প্রবাসী বাংলাদেশি ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে সম্পর্ক জোরদার করতেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
দলের সূত্রে জানা গেছে, হুমায়ুন কবিরকে যুগ্ম মহাসচিব করার মাধ্যমে বিএনপির আন্তর্জাতিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত হবে। তিনি বিদেশি রাজনৈতিক দল, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে দলের পক্ষে কাজ করবেন।













