Search

বিশ্বনাথে বিধবাকে কুপিয়ে জ/খ/ম করলেন ভাইপো!

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এক বিধবা নারীর ঘরে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বিধবার নাম রাহেনা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম আজাদের স্ত্রী। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বিশ্বনাথ থানায় এসে একই গ্রামের নুরুজ আলীর ছেলে সাহেদ আলী (৩৫) ও অজ্ঞাতনামা আরও দুই তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন আহত রাহেনা। যার নাম্বার ১৬।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, তার চাচাতো ভাই নুরুজ আলীর ছেলে সাহেদ আলী দীর্ঘদিন ধরে তাকে এবং তার পরিবারকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করে আসছেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় সাহেদ আলী হাতে ধারালো দা নিয়ে ঘরে প্রবেশ করেন এবং মূল দরজার ছিটকিনি বন্ধ করে দা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাহেদ আলী অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন ঘরের পানির মোটর চালু করে দেয়, যাতে বাইরে থেকে কোনো শব্দ শোনা না যায়। পরে, সাহেদ আলী দা দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথার ডান পাশে কুপিয়ে গুরুতর জখম করেন। তিনি বাম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে হাতের দুটি আঙুল জখম হয়।

চিৎকার শুনে তার মেয়ে সুমা আক্তার বাইরে থেকে ডাকাডাকি করলেও দরজা বন্ধ থাকায় ঘরে প্রবেশ করতে পারেননি। এ সময় সাহেদ ও তাঁর সাঙ্গপাঙ্গরা পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় রাহেনা বেগম দরজা খুলে বাইরে বের হয়ে মেয়ের কাছে আশ্রয় নেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত সাহেদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) পান্না লাল দে বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত