বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, নিখোঁজ এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে এবং তার সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে পেতে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ফ্রান্স, বিশ্বনাথ উপজেলার এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় স্থানীয় লাকর্নভ এ লাহোর রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সভাপতি ও বিশ্বনাথ উপজেলার সাবেক বিএনপি নেতা ফারুক আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইরশাদ হোসেনের সঞ্চালনায় অনু্ষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা। বক্তব্যে তিনি বলেন, ‘আগামীতে ধানের শীষের জয় নিশ্চিতে দেশে ও বিদেশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্রান্সসহ বিদেশে যেসব দেশে পোস্টাল ব্যালটে ভোট হবে, তার জন্য ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক নেতা ও ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সদস্য ইকবাল হোসেন জগলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক নেতা ছমক আলী, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের যুগ্ম আহ্বায়ক (১ম) আশিকুজ্জামান আশিক, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদ ডালিম, যুগ্ম আহ্বায়ক মাছুম আহমেদ, সদস্য কামাল হোসেন ও এসকে শাহীন, যুবদল নেতা আবুল হোসেন আবুল, জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফ্রান্স যুবদলের সিনিয়র নেতা এনামূল হক, জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।
বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তাহসিনা রুশদীর লুনার কোনো বিকল্প নেই উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির প্রতি আহৃবান জানান, এই আসনে বিএনপি মনোনিত প্রার্থী হিসেবে তাহসিনা রুশদীর লুনার নাম ঘোষণা করার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সিনিয়র সহসভাপতি নজির আহমেদ, সিনিয়র সদস্য শাহ জাহান, শাহ আলম, আলী হোসেন, জুবেল আহমেদ, শাহ ফাহাদ আহমদ, সাজু আহমেদ, সামাদ আহমেদ, আব্দুল মতিন, রেজা মিয়া, সম্রাট আহমদ, শাহ রাহাদ আহমদ, নুরুল ইসলাম, শেখ মোহাম্মদ রনি, তাহের হোসেন, আব্দুর রব, শাহীন আহমেদ প্রমুখ।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন কামরুল ইসলাম।-প্রেসবিজ্ঞপ্তি













