Search

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড প্রদান

বিশ্বনাথটুডে:: বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রোগীদের সরকারি সেবা গ্রহণে বাধা দেওয়ার দায়ে তানভীর হোসেন নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। দণ্ডপ্রাপ্ত তানভীর উপজেলার দেওকলস ইউনিয়নের জগতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

একই অভিযানে টিকিট কাউন্টারে নানা অনিয়ম ধরা পড়ায় আলী আমজাদ নামে এক স্টাফকে সতর্কতামূলক ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি উপজেলার মির্জারগাঁও গ্রামের তছির উদ্দিনের ছেলে।

অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, হাসপাতালের অন্যান্য কর্মচারী এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সুনন্দা রায় বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত