সিলেটের বিশ্বনাথে এক ব্যবসায়ীকে পিটিয়ে নগদ অর্থ ও মোবাইল ছিনতাইর ঘটনা ঘটেছে। বুধবার (১৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর সদুরগাঁও গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আল-হেরা শপিং সিটির হলিউড জেন্টস শপের মালিক ফরহাদ আহমদকে ছিনতাইকারীরা হামলা করে তার কাছে থাকা নগদ ২ লাখ ১৪ হাজার ৪৫০ টাকা এবং ৪৫ হাজার টাকার একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাকে মারধর করে আহত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর আহত ব্যবসায়ী ফরহাদ আহমদ বাদী হয়ে ওসমানীনগর উপজেলার বড় ধিরারাই গ্রামের আমির আলীর ছেলে সাকেল আহমদ (২৫) এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করেছেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।