সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে সম্ভাবনাময় তরুণদের নিয়ে একটি প্রাণবন্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শিহাব উদ্দিনের আহ্বানে সাড়া দিয়ে এলাকার এক ঝাঁক তরুণ এতে অংশ নেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সভাটি অনুষ্ঠিত হয় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে।
ইউনিয়ন বিএনপির সহসভাপতি সওকত আলীর সভাপতিত্বে দপ্তর সম্পাদক শিহাব উদ্দিনের সঞ্চালনায় সভায় মূল আলোচনা করেন উপজেলা বিএনপির সদস্য আফতাব আলী।
সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুস্থ রাজনীতি ও বিএনপি সরকারের আমলের উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করা সম্ভব নয়। মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনার হাতকে শক্তিশালী করা এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপর তারা গুরুত্ব আরোপ করেন। এ সময় বক্তারা সভায় অংশ নেওয়া তরুণদেরকে বিএনপির অঙ্গ সংগঠনে যুক্ত হয়ে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মপরিকল্পনা তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণের কর্মপরিকল্পনার আলোকে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। জনগণের কাছাকাছি যেতে হবে। তাদের কথা শোনতে হবে এবং তাদের কাছেও দলের বার্তা পৌঁছাতে হবে।
সভায় অংশ নেওয়া তরুণেরা বিএনপির অঙ্গ সংগঠনে যুক্ত হয়ে স্বচ্ছ ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে এলাকায় গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা, রাজনৈতিক সহাবস্থানের মাধ্যমে উন্নয়নের রাজনীতির লক্ষ্যে নিরলস কাজ করে যাওয়ার এবং ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনার পক্ষে আরও শক্তিশালী জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় খাজাঞ্চী ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের রেজাউল, জাবেদ আলী, আবু বক্কর, আতাউর রহমান, জুবায়েল, ইমাদ উদ্দিন, আজিজুর রহমান, মাহদী, সুমন, ইমন, সাইদুল, শাহজাহান, সালাউদ্দিন, শরিফ আলী, কামরান, সেলিম, মুক্তাদির, তুহিন, মাহির, মনোয়ার আহমদ, জুবায়ের, ইকবাল, সাহাব উদ্দিন, তানভীর আহমদ মুন্না, রিপন, ৬ নাম্বার ওয়ার্ডের রিপন, উজ্জ্বল, রাসেল, মাহি, আতিকুর রহমান, জিহাদুল ইসলাম, ৭ নাম্বার ওয়ার্ডের মিনহাজ আহমদ, মোহাম্মদ, রায়হান আহমদ, শামীম, আল আমিন, মাহবুবসহ চল্লিশজনেরও অধিক তরুণ অংশ নেন।
এদিকে, তরুণদের নিয়ে অনুষ্ঠিত সভাটি বিএনপি ঘরানার মানুষসহ স্থানীয় এলাকাবাসির মাঝে ব্যাপক সাড়া ফেলে। এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন দেশবিদেশে অবস্থানরত বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতৃবৃন্দ। ভূয়সী প্রশংসা করেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর জ্যেষ্ঠ ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। তিনি মুঠোফোনে সভার উদ্যোক্তা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শিহাব উদ্দিনকে ধন্যবাদ জানান এবং এভাবে প্রত্যেক এলাকার তরুণদেকে নিয়ে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।-প্রেসবিজ্ঞপ্তি