Search

বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সেক্রেটারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবন্দকে নিয়ে কটুক্তির অভিযোগে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শহিদ আহমদের বিরুদ্ধে ‘খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন’র ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় খাজাঞ্চী রেলওয়ে স্টেশন বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় পথসভা।

খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর আলীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহঅর্থ সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সদস্য সফিক মিয়া, ইউনিয়ন যুবদলের ক্রিড়া বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহসভাপতি ও খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এমএ রহিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুকের বাড়িতে সম্প্রতি অনুষ্ঠিত একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে আমাদের দল বিএনপি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তি এবং অপপ্রচার করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ আহমদ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, শহিদ আহমদের কারণে বারবার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। এটা আর হতে দেওয়া হবে না। তাকে এই ইউনিয়নে প্রতিহত করবে বিএনপি ও অঙ্গ সংগঠন। দল ও দলীয় নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তি ও অপপ্রচারকারী শহিদ আহমদকে ৭২ ঘন্টার মধ্যে দল থেকে বহিস্কার করতে হবে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত