নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রথমবারের মতো প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতা-২০২৫ এর তিনদিনব্যাপী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে উপজেলা মডেল মসজিদের হলরুমে তৃতীয় দিনের বাছাই অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সমাপ্ত হয় তিনদিনের বাছাই প্রক্রিয়া।
তৃতীয় দিনের বাছাইয়ে অংশ নেন ১৫ জন প্রতিযোগি। বাছাই শেষে ফাইনালের জন্য ইয়েস কার্ড পান ৩ জন। তারা হলেন হাফেজ মো. হাম্মাদ ছাদী, হাফেজ মো. রায়হান হোসাইন মিজান ও হাফেজ মো. শাহ্ আবু সালেহ ।
এর আগে অনুষ্ঠিত প্রথমদিনের বাছাইয়ে ইয়েস কার্ড পান হাফেজ আহমদ জামী, হাফেজ ইমরান খান জামী ও হাফেজ মো. ছানোয়ার হোসেন এবং দ্বিতীয় দিনের বাছাইয়ে ইয়েস কার্ড পান হাফেজ মো. হাবিবুর রহমান, হাফেজ তাহমিদ হোসাইন নাহিয়ান ও হাফেজ বজলুর রশিদ মাহদী।
তৃতীয় দিনের বাছাইয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ শাহিনুল ইসলাম, হাফেজ আব্দুল কাদির, হাফেজ হোসাইন আহমদ ও হাফেজ মাওলানা হাফিজুর রহমান শিপন।
প্রথম ও দ্বিতীয় দিনের মতো শেষ দিনেরও পুরো বাছাই প্রক্রিয়া তদারকি করেন প্রতিযোগিতার পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাওলানা খায়রুল ইসলাম। বাছাই শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন প্রতিযোগিতার উপদেষ্টা মাওলানা শিব্বির আহমদ ও কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা লুৎফুর রহমান ও হাফেজ সুজন আহমদ। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক ফারুক মাহদী।
বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫ এর তিনদিন ব্যাপী বাছাই সফলভাবে সম্পন্ন হওয়ায় সর্বস্তরের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিযোগিতার পরিচালক ও বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক আব্বাস হোসেন ইমরান বলেন, ‘ইয়েস কার্ড পাওয়া ৯ প্রতিযোগিকে নিয়ে শিগগিরই এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫ এর প্রথম পুরস্কার নগদ ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার নগদ ২৫ হাজার টাকা। বিশ্বনাথ উপজেলার ১৬ জন প্রবাসী এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছেন। প্রতিযোগিতায় স্বেচ্ছাসেবকের দায়িত্বে রয়েছে রেসকিউ লাইফ ফাউন্ডেশন।’