নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে সিএনজি ও নোয়া গাড়ীর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় বিশ্বনাথ-রশীদপুর সড়কের বাওনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেরই প্রাণ হারান সিএনজিচালিত অটোরিকশা চালক মো. ইয়াহইয়া (৩৫)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামের মৃত জাহিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে জগন্নাথপুরগামী তুহিন এন্টারপ্রাইজ নামের সিএনজিচালিত অটোরিকশা (অনটেস্ট) ও বিপরীত দিক থেকে আসা সিলেটগামী নোয়ার (ঢাকা মেট্টো-চ-১৫-২৮০১) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সড়কে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই সিএনজিচালিত অটোরিকশার চালক ইয়াহিয়া। এসময় গুরুতর আহত হন নারীসহ আরও অন্ততঃ ৩ যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষনিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়ী দুটি জব্দ করে। সুরতহালের জন্যে থানায় নিয়ে আসা হয় চালকের লাশও।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘গাড়ী দুটি জব্দ করা হয়েছে। নিহত চালকের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। যথাযথ পক্রিয়ায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।’