বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভ্যানুতে এ সভা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরু’র পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।
সভায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট এবং বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে অতিথি মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গুলজার খান, সহসভাপতি মিসবাহ উদ্দিন, সাবেক সহসভাপতি শেখ তাহির উল্লাহ,ট্রেজারার আখলাকুর রহমান,সাবেক ট্রেজারার আজম খান,দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক এমরান খান, সিনিয়র ট্রাস্টি হাজী আব্দুর রউফ,মো. সাহিদুর রহমান,হাজী ওয়ারিছ উদ্দিন,হাজী নেছার আহমদ,আব্দুন নূর,আব্দুল কাহার আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র ট্রাস্টি,সাংবাদিক ও কলামিস্ট রহমত আলী, প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি আফসর মিয়া ছোট,আব্দুল কুদ্দুস,এসিসটেন্ট সেক্রেটারী আব্দুর রহিম রঞ্জু,দশঘর ইউনিয়ন প্রগতি সোসাইটির সভাপতি সভাপতি আব্দুস শহীদ,সাধারন সম্পাদক ও প্রাক্তন প্রভাষক এম তানবীর আহমদ, অলংকারি ইউনিয়ন ট্রাস্টের সাধারন সম্পাদক মুমিনুর রহমান মুরাদ,ট্রেজারার এম এ সালাম, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শরিফুল ইসলাম,ইসি মেম্বার খালেদ খান,ট্রাস্টি কুতুব উদ্দিন খান, নুরুল ইসলাম, বিশ্বনাথ এইড ইউকের সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন কয়েছ,সাবেক সভাপতি আব্দুল বাসিত রফি,বিশ্বনাথ ডেভল্যাপম্যান্ট ট্রাস্ট ইউকের ট্রেজারার মুজিবুর রহমান।
দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মনির খান,সহ সাধারণ সম্পাদক মো. কদর উদ্দিন,কোষাধ্যক্ষ হাজী জাহির আলী,সহকারী কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া,কার্যকরী কমিটির সদস্য হাজী মাহবুব আলী চুনু,হাজী খলিল উদ্দিন,মো. ফারুক আলী,দৌলত হোসাইন,হানিফ আহমদ খান ও আবুল হোসেন মামুন।
ট্রাস্টিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আব্দুর রব,সিরাজুল ইসলাম হাজারী,সরকুম আলী,ইউসুফ আলী,মসলন্দর আলী,বেলাল আহমদ,হাবিবুর রহমান জানু,কাউছার আহমদ,হাজী মজম্মিল আলী,আব্দুল আওয়াল চৌধুরী,মো. নেছার মিয়া,কামরুজ্জামান কামরুল,আব্দুল মুমিন বাবুল,স্বপন শিকদার,শাহ শহিদ নূর ইসলাম,সালিক মিয়া,মঈন উদ্দিন আনছার,তানবীর আহমদ,আব্দুল মন্নান,মোঃ জামাল উদ্দিন,শাহ সিরাজুল ইসলাম,আবদুল্লাহ আল নুমান,রজব আলী রাজু,জুনেদ আহমদ পিয়ার,আবু তাহের,সুজন মিয়া,মুন্তাকিমুজ্জামান আজিম,দিদার শাহ মখলিছ,আলী হাসান,আমিন আহমেদ,নতুন ট্রাস্টি ইলিয়াস আহমদ আয়না,মহি উদ্দিন সুন্দর,হাজী আসকির আলী,আব্দুল হক,শাহিন আলী,আফজাল হোসেন,মোঃ মুক্তার খান,
সভার প্রথম পর্যায়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়ার সম্পাদনায় বিগত দিনের কার্যক্রম ও ট্রাস্টিবৃন্দের ছবি সম্বলিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করে সভাপতির শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ মোহাব্বত শেখ।
বিগত দিনের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরু এবং সংগঠনের আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার হাজী জাহির আলী ও এসিস্টেন্ট ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ।
সভায় সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক ও ট্রেজারের আর্থিক রিপোর্ট অনুমোদন করে বর্তমান কমিটি বিলুপ্ত করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করার লক্ষ্যে ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক এমরান খান,সিনিয়র ট্রাস্টি হাজী আব্দুর রউফ,সাহিদুর রহমান,হাজী খলিল উদ্দিন এবং আব্দুন নূর কে নির্বাচিত করে ৫ সদস্য বিশিষ্ট কমিটির কাছে নির্বাচন পরিচালনা সহ সভার পরবর্তী কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।
নির্বাচন কমিটির দীর্ঘ আলোচনার পর বর্তমান কমিটির গতিশীল কার্যক্রমের ওপর ভিত্তি করে মোহাম্মদ মোহাব্বত শেখকে সভাপতি,হাসিন উজ্জামান নুরুকে সাধারণ সম্পাদক ও হাজি মোঃজাহির আলীকে কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি সম্পূর্ণ পুনঃবহাল রেখে আগামী ২ বছরের জন্য অনুমোদন করেন উপস্থিত ট্রাস্টিবৃন্দ।
অনুমোদিত কমিটির অন্যান্যে সদস্যরা হলে সহ সভাপতি হাজি মনির খান,সহকারী সাধারণ সম্পাদক কদর উদ্দিন, সহকারী ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া,কার্যনির্বাহী সদস্য শামসুদ্দিন তালুকদার শামস,হাজী খলিল উদ্দিন,মাহবুব আলী চুনু,দৌলত হোসেন,হানিফ আহমদ খান,ফারুক আলী ও আবুল হোসেন মামুন।
এবং ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে ২ জন সদস্য বৃদ্ধি করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের প্রস্তাবনা কে নির্বাচন কমিশন ও উপস্থিত ট্রাস্টি বৃন্দ অনুমোদন করে নব গঠিত কমিটিকে তাদের প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে বাস্তবায়নের অনুমতি প্রদান করা হয়।
ট্রাস্টের বাংলাদেশে স্থায়ী কার্য্যালয় স্থাপনের জন্য ইউনিয়নের দশপাইকা এবং জগদীশপুর গ্রামের মধ্যেস্থল চাউলধনী স্কুল এন্ড কলেজের পাশে ১৩ শতক জমি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি জনাব মোঃ সাহিদুর রহমান।
সভার শেষ পর্যায়ে নৈশভোজ সহ উপস্থিত ট্রাস্টি ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে খুব আনন্দঘন পরিবেশে রাফল ড্র এর মাধ্যমে বিজয়ী ২৩জন প্রতিযোগীকে বেশ আকর্ষণী পুরস্কার বিতরণ করা হয় এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ইউকের গত নির্বাচনে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরু সর্বোচ্চ ভোটে এসিসটেন্ট ট্রেজারার,এসি মেম্বার দৌলত হোসাইন কালাচার সেক্রেটারি,ইসি মেম্বার আবুল হোসেন মামুন সর্বোচ্চ ভোটে ইসি মেম্বার এবং ট্রাস্টি শেখ মবস্বীর আলী ইসি মেম্বার নির্বাচিত হওয়ায় তাদের কে শুভেচ্ছা স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এবং নির্বাচন কমিশনের কাছ থেকে পুনঃরায় দায়িত্ব প্রাপ্ত কার্যকরী কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ সকল সদস্যবৃন্দ আগামীদিনে সকল ট্রস্ট্রিবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করে যুক্তরাজ্যের ভিবিন্ন শহরে বসবাসরত দৌলতপুর ইউনিয়নের সম্মানিত সকল প্রবাসী বৃন্দকে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টিশিপ গ্রহণ করার জন্য আহবান জানান এবং অত্যন্ত সুন্দর একটি দ্বিবার্ষিক সাধারণ সভা সম্পূর্ণ করায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।