নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে চোলাই মদ তৈরি ও বিক্রির দায়ে এক যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত যুবকের নাম সকুল রবি দাস (২৬)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ধর্মদা মুচিবাড়ির মৃত গৌরা রবি দাসের ছেলে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টায় তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে এ দন্ড দেয়া হয়।
সূত্র জানায়, গোপনে খবর পেয়ে সকুলের বাড়িতে হানা দেয় সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সমন্বয়ে অভিযানিক টিম। এ সময় তাঁর রান্না ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ লিটার চোলাই মদ ও ৫ লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। জব্দ করা হয় মদ তৈরি ও সেবনের বিভিন্ন সরঞ্জাম। আটক করা হয় অভিযুক্ত সকুলকে। পরে, তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন কাদের বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬/৫ ধারায় আটক যুবক দোষী সাব্যস্ত হওয়ায় তাকে উভয় দন্ড প্রদান করা হয়েছে।’