বিশ্বনাথটুডে ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের ‘মোহাম্মদিয়া যুব সংস্থা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষির্কী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে স্থানীয় জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়নগর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল আজিজ, জয়নগর নতুন জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা ওলিউর রহমান, সংস্থার প্রতিষ্ঠাকালিন সভাপতি মো. ফারহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সাবেক সভাপতি মো. জামিল আহমদ মামুন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।
পরে, সংস্থার ২০২৫-২০২৬ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি মো. কামরান আহমদ, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. তারেক আহমদ, অর্থ সম্পাদক মো. সাকরান আহমদ, প্রচার সম্পাদক মো. আহসানুল করিম অয়ন, অফিস সম্পাদক মো. নাইম ইসলাম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. মাহবুব আলম।
নির্বাহী সদস্যরা হলেন মো. সজিব আহমদ সাবাজ, মো. নাছিম আহমদ, মো. জাহেদ আহমদ জোবায়ের, সালেহ আহমদ তানভীর।
সদস্যরা হলেন মো. তাহসান আহমদ তামিম, মো. ফাহিম আহমদ, মো. আবু বক্কর সিদ্দিক, মো. নুরুল আমিন।