Search

বিশ্বনাথে দুই শিশুর সলিল সমাধি

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে পুকুরে ডুবে সামাদ হোসেন (৮) ও আল আমিন আরিয়ান (৭) নামে দুই শিশু মারা গেছেন। শনিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মাবধপুর গ্রামের মৃত রোশন আলীর ছেলে সামাদ হোসেন ও প্রবাসী হাবিবুর রহমানের ছেলে আল-আমিন আরিয়ান ওই সময়ে সকলের অগোচরে নিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। এরপর সামাদের মা তাদের খোঁজ করতে গিয়ে দু’জনকে একসাথে ডুবন্ত অবস্থায় দেখতে পান।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত