নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বৃহত্তর উত্তর বিশ্বনাথের সামাজিক সংগঠন ‘মরহুম মুফতি আব্দুল খালিক রহ. ফাউন্ডেশন’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শুক্রবার (৯ মে) সন্ধ্যার পরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২৫ এপ্রিল শুক্রবার নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে মাওলানা মোছাদ্দিক হোসেন হাবিব সভাপতি, হাফেজ আবুল লেইছ সাধারণ সম্পাদক ও নেছার আহমদ অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন।
কাউন্সিলে নির্বাচিত অন্যান্য দায়িত্বশীল ও সদস্যরা হলেন সহসভাপতি মো. মোজাহিদ আলী, হাফেজ কবির আহমদ, হাফেজ ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মাস-উদ হাসান, মো. শওকত হোসেন, মাওলানা ফেরদৌসুর রহমান, মাওলানা রুবেল আহমদ, মাওলানা জমশের আলী, হাফেজ জিয়াউর রহমান, নাজির আহমদ, মো. কমর উদ্দিন, মো. হেলাল আহমদ, মো. রবিউল ইসলাম, মো. আবুল কয়েছ, সহসাধারণ সম্পাদক সাদিক আহমদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান, প্রচার সম্পাদক জাহির আহমদ, সহপ্রচার সম্পাদক মোজাক্কির আহমদ মারজান, অফিস সম্পাদক মো. জাহেদ আহমদ, সহঅফিস সম্পাদক মো. কামিল আহমদ, সহঅর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোহাইমিনুল হক মাহী, সমাজ কল্যাণ সম্পাদক ফারহান নাদিম এহসান, নির্বাহী সদস্য হাফেজ তাজ উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন সিদ্দিক, রাসেল মাহমুদ, সাঈদি হোসেন, হাফেজ হোসাইন আহমদ, মো. আব্দুল আমিন, ইকবাল হোসেন সাকিব, সুহেল আহমদ, মুবাশ্বির আহমদ রামাদ্বান, রায়হান আব্দুল্লাহ, হাফেজ আহসান উদ্দিন সাহান, হাফেজ রুহেল আহমদ, আলী আকবর, তারেক মাহমুদ, ফারহান আহমদ, মুহসিন আহমদ, ইমন আহমদ, নজমুল ইসলাম, মোদাব্বিরুল হক রাহী, গোলাম মাওলা শাফী, নাঈম আহমদ, নাজমুল ইসলাম, মুরশিদুল হক অহী, বদরুল খাঁ ও জাহেদ আহমদ।
নবনির্বাচিত সভাপতি মাওলানা মোছাদ্দিক হোসেন হাবিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফপজ আবুল লেইছের সঞ্চালনায় অনুষ্ঠিত শুক্রবারের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন কমিটির সকল দায়িত্বশীল ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ডা. আবুল বশর মো. ফারুক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সদস্য হাফেজ আহসান উদ্দিন সাহান। হামদ পরিবেশন করেন সহসাধারণ সম্পাদক সাদিক আহমদ হাসান এবং নাত পরিবেশন করেন তথ্য ও প্রকাশনা সম্পাদক মোহাইমিনুল হক মাহী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি মো. শওকত হোসেন।
শেষে প্রধান অতিথির মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানে সমাপ্ত হয়।
মরহুম মুফতি আব্দুল খালিক রহ. ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন যুক্তরাজ্য প্রবাসী কবি মাওলানা এমএ বাসিত আশরাফ। উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ডা. আবুল বশর মো. ফারুক, তেলিকোনা আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা এটিএম নুর উদ্দিন, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে, যুক্তরাজ্য প্রবাসী মুহাম্মদ কামাল উদ্দিন সাবলু।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালিন কমিটির দায়িত্বশীল ও সদস্যরা হলেন মো. ফজলুর রহমান, মো. মকসুদুল করীম, শরীফ আহমদ রাজু, আমির উদ্দিন, জিল্লুর রহমান জিলু, আব্দুল বাছিত গিয়াস, আব্বাস হোসেন ইমরান, তালুকদার গিয়াস উদ্দিন, রফিক মিয়া, মোজাহিদ আলী, হাফেজ আব্দুর রহিম, হাফেজ কবির আহমদ, হাফেজ শওকত হোসেন, মাওলানা মোছাদ্দিক হোসেন হাবিব, মাওলানাআবু বকর মো. রুহেল, মনজুর আহমদ আরিফ, জামিল আহমদ, হেলাল আহমদ, কয়েছ আহমদ, হেলাল আহমদ জীবন, হাফেজ জিয়াউর রহমান, আলী আহমদ, হাফেজ কছির আহমদ, মুহিবুর রহমান সুইট, মির্জা মো. গিয়াস, মো: আরিফ আলী, শাহ্ মুজিবুর রহমান, মুহা. গোলাম মোস্তফা, আব্দুল মুনিম তারেক, জসিম উদ্দিন, আব্দুল ওয়াদুদ।
ফাউন্ডেশনের প্রবাসী সদস্যরা হলেন যুক্তরাজ্য প্রবাসী আজিজ আহমদ, জুবায়ের আহমদ জুবেদ, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা নাজিম উদ্দিন, ফখরুল ইসলাম, আলী আহমদ শামীম, শাহিন আহমদ, নুরুল হুদা নাঈম, শামীম আহমেদ ফারাবী, শাহ্ লুৎফুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী ফরজ আলী সরকার, রায়হান আহমদ, ইবরাহিম আহমদ ইমন, ইতালি প্রবাসী জুবায়ের আহমদ শিশু, রিয়াজ উদ্দিন, তাসনীম আহমদ, ফ্রান্স প্রবাসী নাসির আহমদ, মো. আব্দুল হাদী, মোস্তাফিজুর রহমান আতিক, রফিকুল ইসলাম মুবিন, সোদি আরব প্রবাসীবআবুল খয়ের মো. রিদ্বওয়ান, হাফেজ মুহিবুর রহমান, জহুর আলম, হাফেজ আবুল লেইছ, পর্তুগাল প্রবাসীবহোসাইন আহমদ, কাতার প্রবাসীনফজলুর রহমান, দুবাই প্রবাসীনমামুনুর রশিদ মানিক, এমরান আহমদ, কানাডা প্রবাসী ফখরুল ইসলাম রাহিল, কুয়েত প্রবাসীনমাছরুর আহমদ, ক্রোয়েশিয়া প্রবাসী শরীফ আহমদ তানভীর। এছাড়াও, প্রতিষ্ঠাকালিন কমিটির যে সকল দায়িত্বশীল ও সদস্য প্রবাসে অবস্থান করছেন, তারাও ফাউন্ডেশনের প্রবাসী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন।