Search

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে বিশ্বনাথের লামাকাজীতে বিএনপির মিছিল-সভা

বিশ্বনাথটুডে ডেস্ক :: বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সংসদ সদস্য, ‘গুম’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকেলে লামাকাজী ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লামাকাজীর প্রধান সড়কে প্রথমে মিছিল ও পরে দলের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

লামাকাজী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি বশির আহমদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য মো. আশিক আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন, লামাকাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, বিশ্বনাথ উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা কৃষকদলের আহবায়ক ইরন মিয়া, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবুল কালাম মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, লামাকাজী ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক সেবুল সরকার, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সচিব হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মাস্টার, লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জহির উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘আজ লামাকাজীতে নিখোঁজ এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে যারা বিক্ষোভ মিছিল ও সভা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। শুনলাম, আজকে ইউনিয়ন পরিষদে কে বা কারা প্রতিবাদ সভা করেছে, আমরা তাদের হুশিয়ার করে দিতে চাই। ইলিয়াস আলীর নাম নিয়ে তামাশা করলে, তার পরিণতি ভয়াবহ হবে। দল থেকে বহিস্কৃত কিছু লোক উলুপোকার মতো কখনও আওয়ামী লীগ আবার কখনও বিএনপি দাবি করে আসছে, আমরা তাদেরকে চিহ্নিত করেছি। এদের মুখে ইলিয়াস আলীর নাম শোভা পায় না। এরা সুবিধাবাদী, দালাল। এদের স্থান বিশ্বনাথ বিএনপিতে কখনও হবে না। বেশি বাড়াবাড়ি করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত