Search

বিশ্বনাথে মাছের ফিশারি থেকে যুবকের লা*শ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর মাছের ফিশারি থেকে শাওন আহমদ (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শাওনের মরদেহ দেখতে পান তার সাজন আহমদ। পরে, দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

শাওন সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের চরচন্ডি গ্রামের মাসুক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে শাওন ও সাজন প্রবাসী রহমত আলীর ফিশারিতে কেয়ারটেকার হিসেবে কাজ করে আসছেন। প্রতিদিনের মতো সোমবার সকালে মাছ ধরতে গিয়ে হঠাৎ করে পুকুরে ভাইয়ের মরদেহ দেখতে পান সাজন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত