Search

নৈতিক শিক্ষার একমাত্র উৎস মাদ্রাসা : বিশ্বনাথে ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :: অন্তর্বর্তীকালিন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, ‘রাজনীতির অপব্যবহারে শিক্ষা ব্যবস্থা জিম্মি হয়ে পড়েছে। রাজনীতি করতে হলে ক্যাম্পাসের বাইরে গিয়ে করতে হবে এবং সহমর্মিতার রাজনীতি গড়ে তুলতে হবে। যে রাজনীতি মায়ের বুক খালি করে, সে রাজনীতি আমরা চাই না। এ দেশে ক্ষমতাধররা ক্ষমতায় বসেই লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে বাড়ি তৈরি করে। পৃথিবীর অন্য কোথাও এমন নজির নেই। বর্তমানে নৈতিক শিক্ষার একমাত্র উৎস হচ্ছে মাদ্রাসা। কারণ, মাদ্রাসা শিক্ষার্থীরা মাদকসেবনে জড়ায় না, অথচ বিশ্ববিদ্যালয়গুলোতে নেশার বিস্তার ঘটেছে।’

সোমবার (২১ এপ্রিল) রাতে সিলেটের বিশ্বনাথ পৌরসভার কামালপুর গ্রামে আল হেরা জামেয়া ইসলামী একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল হেরা জামেয়া ইসলামী একাডেমি পরিচালনা কমিটির সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে একাডেমির প্রধান মাওলানা হাফেজ আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুয়েটের সাবেক সহকারী অধ্যাপক ও একাডেমির ট্রাস্টি প্রকৌশলী ড. আবুল খায়ের।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী, সিলেটের লাউয়াই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ, বিশ্বনাথের জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসান মানিক, মাদ্রাাা শিক্ষক মাওলানা ওলিউর রহমান, সিলেট ক্যামব্রিয়ান কলেজের পরিচালক শাহিন আহমদ রাজু, মাওলানা মুফতি শিহাব উদ্দিন, হাফেজ মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা হাসান বিন ফাহিম প্রমুখ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা রুহুল আমিন দিলোয়ার। শুরুতে কুরআন তেলাওয়াত করেন ক্বারী এহসান বিন সিদ্দিক।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত