স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন যুবলীগ নেতা মো:আফজাল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ ফেব্রুয়ার) রাতে হামলাকারীরা যুবলীগ নেতা স্থানীয় কাইয়া কাইড়, আতাপুর গ্রামের মোঃআছাব মিয়ার পুত্র বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগ নেতা মো:আফজাল মিয়ার বাড়িতে ঢুকে বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রশস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা আফজালকে খোজতে থাকে। আসবাবপত্র তছনছ করে। তাকে খোজে না পেয়ে পরিবারের লোকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং যুবলীগ নেতা আফজালকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে মর্মে হুমকি প্রদান করে, দুর্বৃত্তরা চলে যায়।
এ সময় পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। আফজালের ভাই আহসান মিয়া জানান আমার ভাই মোঃ আফজাল মিয়া ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করত। স্থানীয় যুবলীগের বিভিন্ন কর্মসূচি সফল করতে নেতৃবৃন্দের সাথে সক্রিয় ভূমিকা পালন করায় বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি প্রদান করা হচ্ছিল। ৫ আগষ্টের আগে সে দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমায়।জীবন রক্ষার জন্য তিনি এখন বিদেশে অবস্থান করছেন।
গতকাল গভীর রাতে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ১০/১২ জনের একদল দুর্বৃত্ত আমার বাড়িতে ঢুকে ভিতর থেকে লাগানো বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বিএনপি”র কর্মি পরিচয় দিয়ে আমার ভাই আফজালকে খোঁজাখোঁজি করে তার সন্ধান চায় এবং আসবারপত্র তছনছ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমার ভাই আফজালকে যেখানে পাবে সেখানে হত্যার হুমকি প্রদান করে চলে যায় আমি এবং আমার পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ি।পরিবারের লোকজনের নিরাপত্তার কথা ভেবে এখনো থানায় অভিযোগ করিনি। এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ জানান এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।