Search

‘প্রবাসীরা যেন কোথাও কোনো হয়রানী কিংবা ভোগান্তির শিকার না হন’

নিজস্ব প্রতিবেদক :: দেশের বিমানবন্দরসহ প্রবাসীরা যেন কোথাও কোনো হয়রানী কিংবা ভোগান্তির শিকার না হন-এটা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সিলেটের বিশ্বনাথের প্রবাসীরা। শনিবার (১৮ জানুয়ারি) রাতে বিশ্বনাথ পৌরশহরের ভেন্যু সেন্ট্রালে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটির ব্যবস্থাপনায় আয়োজিত আইনশৃঙ্খলা ও প্রবাসীদের সার্বিক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভায় তারা এমন দাবি জানান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রবাসীরা বলেন, ‘বাংলাদেশের বিমানবন্দর, ভূমি অফিস, নির্বাচন অফিস, পাসপোর্ট অফিস, থানা, পাসপোর্ট অফিস, বিদ্যুৎ অফিসসহ নানা জায়গায় হয়রানী, ভোগান্তি, বিড়ম্বনা এবং দুর্ব্যবহারের শিকার হয়ে থাকেন তারা। নিজ দেশে প্রবাসীদের এমন হয়রানী চিরতরে বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে।’ সভায় বাংলাদেশ বিমানের টিকিটের মূল্য হ্রাস, থানাসহ সরকারি সকল দপ্তরে প্রবাসী সেল স্থাপন, সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলারও দাবি জানান তারা।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খানের সভাপতিত্বে সহসভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম (সেবা)। তিনি বলেন, ‘নাগরিক সেবা নিতে প্রবাসীসহ যেকোনো ব্যক্তি কোনো দালাল কিংবা অন্য কারো দারস্থ না হয়ে সরাসরি থানায় আসবেন অথবা আমার সার্কেল অফিসে আসবেন। আমরা দ্রুত সময়ের মধ্যেই আপনাদেরকে কাঙ্খিত সেবা প্রদান করব। আমাদের সমাজে অনেক প্রকারের সেবক আছেন, কিন্তু সেবা দেওয়ার মনমানসিকতা সবার মাঝে নেই। একদিকে প্রযুক্তিগত উন্নতি হচ্ছে কিন্তু অন্যদিকে সমাজ থেকে মানবতাবোধ দিনদিন কমে আসছে। ফলে, সমাজে অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। এসব থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সার্বিক সহযোগিতায় আপনাদের স্বপ্নের পুলিশ হতে আমরা কাজ করে যাচ্ছি।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া। তিনি বলেন, ‘দালাল ছাড়া নাগরিক সেবা নিতে আপনারা সরাসরি থানায় আসবেন। পুলিশ দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে সেবা দিতে সদা প্রস্তুত রয়েছে।’

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী রহমত আলী, বিশ্বনাথ সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি মুজিবুর রহমান মনির, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি হাসন আলী, আব্দুল মজিদ, প্রভাষক বাবরুল হোসেন বাবুল, আব্দুল গণি, নেছার আলী লিলু, জামাল উদ্দিন, আব্দুল কদ্দুছ, মাসুক আহমদ, ফারুক আহমদ, মুজিবুর রহমান নজির, ডা. শানুর আলী মামুন, দুদু মিয়া, আবুল কালাম, সুহেল মিয়া, রাজনীতিবিদ মাস্টার ইমাদ উদ্দিন, কাজী আব্দুল ওয়াদুদ, শামছুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা সমিতি সিলেটের সভাপতি শাখাওয়াত আলী শাহী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে মিন্টু, বর্তমান সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, জানাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিশি কান্ত পাল, বিশ্বনাথ থানা সমিতি সিলেটের সাধারণ সম্পাদক শেখ মো. আজাদ, সাবেক ছাত্রনেতা, প্রবাসী জমির উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নুর উদ্দিন, নুরুল ইসলাম, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা প্রেস ক্লাবের সদস্য নবীন সোহেল, বর্তমান সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য কামরুল আশিকী, রাজা মিয়া, রাজনীতিবিদ আখতার ফারুক, জায়েদ আহমদ, আব্দুল মতিন, গোবিন্দ মালাকার, নাজিম উদ্দিন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত