নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে পুরনো ঠিকানা ছেড়ে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। রবিবার (১৯ জানুয়ারি) সকালে বিশ্বনাথ পৌরশহরের জগন্নাথপুর সড়কের তান্নি কমপ্লেক্সে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক কামাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবসায়ী মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান গুলজার আহমদ, সিলেটের রিজিওনাল ব্যবস্থাপক আব্দুল আহাদ খন্দকার।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন কারিকোনা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোছাব্বির।
শুভেচ্ছা বিনিময় করেন বিশ্বনাথের ডা. মাহমুদুল মজিদ চৌধুরী, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া, ব্যবসায়ী শানুর হোসেন, লার্নিং পয়েন্টের পরিচালক মইন উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য রাজা মিয়া প্রমুখ।