Search

বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে স্থানীয় রামপাশা বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রামপাশা ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা হাফেজ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম খান। বক্তব্যে তিনি বলেন ‘দেশকে ক্ষুধা, দারিদ্র, অপশাসন-দুঃশাসনমুক্ত শ্রমিকবান্ধব ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আমরা আর দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুপ্তহত্যা ও চাঁদাবাজীর যুগে ফেরত যেতে চাই না। এ জন্য আমাদের বীর সন্তানেরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেয়নি। দেশে ইসলামী শ্রমনীতি চালুর জন্য শ্রমিক সমাজকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।’

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সহকারী সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, ছাত্রনেতা রিয়াজ উদ্দিন, উপজেলা শাখার সহসভাপতি আব্দুল মজিদ ও ফরিদ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন জামায়াতের আমীর হাজী আব্দুন নুর, শ্রমিকনেতা আরমান আলী, হোসাইন আহমদ, কুতুব উদ্দিন প্রমুখ।

বিশ্বনাথ জামায়াতের আমীর উপজেলা আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য ইব্রাহিম খলিলকে সভাপতি এবং কুতুব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৯৫ সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনা পেশ করলে কন্ঠভোটের মাধ্যমে সেটি অনুমোদন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত