নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সিলেট শহরতলীর তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল কালাম বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মীরেরগাঁও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
সুত্র জানায়, গ্রেপ্তারের পর দুপুরের দিকে আবুল কালামকে সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে র্যাব। তিনি সিলেট কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার (নাম্বার ৩৭/৪৩৬) এজাহারভুক্ত আসামি।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ‘গ্রেপ্তার আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।’