Search

বিশ্বনাথে ইসলামী যুব সংস্থা তেলিকোনার যুগপূর্তিতে নাশিদ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইসলামী যুব সংস্থা তেলিকোনার এক যুগপূর্তি ও গ্রামের মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষ্যে ২ দিনব্যাপী নাশিদ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ও শুক্রবার (১৩ ডিসেম্বর) তেলিকোনা ব্রিজ সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সংস্থার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে তরুণ উপস্থাপক কুতুব আল ফরহাদের সঞ্চালনায় সুনামগঞ্জের ক্বারী আমজাদ হোসাইনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া নাশিদ মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন রিসালাহ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, কলরবের হুসাইন আদনান, রিসালাহ সাংস্কৃতিক সংসদের পরিচালক আব্দুল ওয়াদুদ ময়নুল, আবদার খ্যাত শিল্পী মাহমুদ আব্দুল কাদির, কলরবের শাফিন আহমাদ, নাশিদ শিল্পী সাদিক আহমদ হাসান, সিলেটের সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠীর মুহাইমিনুল হক মাহী।

এর আগে ইসলামী যুব সংস্থা তেলিকোনা প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা। এ সময় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান, আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছেহ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, ৫ নাম্বার ওয়ার্ডের সদস্য আব্দুর রব রাজু, সাবেক সদস্য আমির উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

উপস্থিত ছিলেন ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মুছাদ্দিক হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ, সংগঠক ছালেহ আহমদ সিলেট জজকোর্টের আইনজীবী মাস-উদ হাসান, সংগঠক আল আমিন।

শুক্রবার অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে পৃথকভাবে সভাপতিত্ব করেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার আরবী প্রভাষক (অবসরপ্রাপ্ত) মাওলানা আবুল ফজল মোহাম্মদ আহমদ হোসাইন ও আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক।

সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাদিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামীর চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ঢাকার বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল্লাহ আল-রাজিব সাদী।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন একুশে ও মোহনা টেলিভিশনের ধর্মীয় আলোচক মাওলানা মুফতি বেলাল আহমদ বর্ণী, তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন, বুরাইয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু ছালেহ মো. নিজাম উদ্দিন, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছেহ, তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মোমিন।

মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ঢাকার বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল্লাহ আল-রাজিব সাদী।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত