নিজস্ব প্রতিবেদক :: একাত্তরের বীরমুক্তিযোদ্ধা, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজী গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মুনীর আহমদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় মরহুম মুনীর আহমদকে প্রথমে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের নেতৃত্বে থানার একদল পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে, জানাজার নামাজ শেষে তাকে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
জানা গেছে, মরহুম বীরমুক্তিযোদ্ধা মুনীর আহমদ মুক্তিযুদ্ধের সময় ৪ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।