Search

বিশ্বনাথে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ভোক্তাদের সুবিধার্থে পৌরসভার ব্যবস্থাপনা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চালু করা হয়েছে ‘ন্যায্য মূল্যের দোকান’। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে স্থানীয় বাসিয়া ব্রিজের উত্তরপাড়ের ঢালে দোকানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এখন থেকে এই ন্যায্য মূল্যের দোকান থেকে একজন ক্রেতা ১৬৬ টাকায় ১ লিটার সয়াবিন, ৭১ টাকায় ১ কেজি আলু, ৪৪ টাকায় ১ হালি ডিম, ৮১ টাকায় ১ কেজি পেয়াজ ও ১২৪ টাকায় ১ কেজি চিনি ক্রয় করতে পারবেন।

দোকান উদ্বোধকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, পৌর নির্বাহী কর্মকর্তা মো. বদরুজ্জামান, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সভাপতি (ভারপ্রাপ্ত) কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় জানান, ‘উপজেলার জনসাধারণ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্য মূল্যে ক্রয় করতে পারেন, সে জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আপাততঃ পাঁচ রকমের পণ্য নিয়ে প্রতি সপ্তাহে একদিন এই দোকান খোলা থাকবে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত