Search

বিশ্বনাথের ৮০ ব্যক্তি পেলেন প্রবাসীর দেয়া শীতবস্ত্র

বিশ্বনাথটুডে ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী স্বপন শিকদারের দেয়া শীতবস্ত্র পেলেন অস্বচ্ছল ৮০ ব্যক্তি। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌরসভার হাবড়া বাজারের সত্তিশ হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে এই শীতবস্ত্র (জনপ্রতি ১ হাজার টাকা মূল্যের কম্বল) বিতরণ করা হয়।

হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি হাফেজ নুরুল আমিনের সভাপতিত্বে সংগঠক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, সমাজসেবক ক্বারী আঙ্গুর মিয়া, সংগঠক বিভাংশু গুণ বিভু।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমির আলী।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, সদস্য বদরুল ইসলাম মহসিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা শফিকুর রহমান, সংগঠক সাইফুল শিকদার, জুবায়ের শিকদার, ইমরান আহমদ, হাফেজ মারুফ আহমদ।

পরে, মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত