Search

বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নে গিফট অব নলেজের নগদ শিক্ষাবৃত্তি বিতরণ

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (১৫টি প্রাথমিক বিদ্যালয়, ২টি স্কুল এন্ড কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি আলিম মাদ্রাসা, ২টি দাখিল মাদ্রাসা ও ১টি ইবতেদায়ী মাদ্রাসা) ৭০জন নির্বাচিত গরীব ও মেধাবী ছাত্রছাত্রীর মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে ১ লক্ষ ৪০ হাজার টাকার নগদ শিক্ষাবৃত্তি বিতরণ করেছে যুক্তরাজ্যভিতিক চ্যারিটি সংস্থা ‘গিফট অব নলেজ’। আরও দু’দফায় ২ হাজার টাকা করে ৪ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করবে সংস্থাটি।

শনিবার (২ নভেম্বর) উপজেলার দৌলতপুর ইউনিয়নের চাউলধনী স্কুল এন্ড কলেজে স্থানীয় ইউপি সদস্য শফিক আহমদ-পিয়ারের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন গিফট অব নলেজের কর্ণধার শায়েখ ফাহিম আনাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গিফট অব নলেজের কোঅর্ডিনেটর সৈয়দ ঈসা, সাংবাদিক তাওহিদুল করিম মোজাহিদ, সংগঠক মিসেস সালমা খানম চৌধুরী ও ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. রায়হান আহমদ চৌধুরী, ইউপি সদস্য মো. লুৎফুর রহমান, শিক্ষক আকরাম হোসেন, তাহমিদ আহমদ চৌধুরী ও তাওসিফ আহমদ চৌধুরী প্রমুখ।

সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. নুর উদ্দিন।-প্রেসবিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত