বিশ্বনাথটুডে ডেস্ক :: আগামি ৩০ জুন থেকে শুরু হওয়া আলিম পরীক্ষা উপলক্ষ্যে সিলেটের কামাল ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে মাদ্রাসার কনফারেন্স হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা আবদুস সালাম সালেহী, বাংলার প্রভাষক মোছাম্মৎ শামসুন্নাহার, ইংরেজির প্রভাষক দবির হোসেন, সহকারী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, জাহানারা আক্তার, নুর আলম সিদ্দিকী, ইবতেদায়ী প্রধান মাওলানা আমিনুল হক, ইবতেদায়ী শিক্ষক শাহ আলম, মাওলানা জয়নাল হোসেন।
আলিম পরীক্ষার্থীর মধ্য থেকে শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন জাহিদ হাসান, ইসলামি সঙ্গীত পরিবেশন করেন আবদুল কাদির আল হাসান এবং বক্তব্য রাখেন হাসান আহমদ ও ফাতেমাতুজ জহুরা অনি।
অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান ও দোয়া পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন।













