সিলেটের বিশ্বনাথ উপজেলার তেলিকোনা গ্রামের দক্ষিণ পাড়ায় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার (৭ জুন) দুপুরে সম্পন্ন হয়।
স্থানীয় তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মাওলানা আবুল ফজল মোহাম্মদ আহমদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজাগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মুমিন, তেলিকানা পূর্বপাড়া (মোড়লবাড়ি) জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান, জয়নগর নতুন জামে মসজিদের খতিব মাওলানা ওলিউর রহমান, জয়নগর জামে মসজিদের খতিব মাওলানা মাশুক আহমদ ও তেলিকোনা মাঝপাড়া জামে মসজিদের খতিব মাওলানা কাওছার আহমদ।
এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মো. হোসাইন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, গ্রামের প্রবীণ ব্যক্তি হাজী আবদুল মুক্তাদির, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (সাবেক) তোফাজ্জুল হোসেন ভান্ডারী, বাংলাদেশ সেনা বাহিনীর সদস্য (অবসরপ্রাপ্ত) মাশুক মিয়া, গ্রামের প্রবীণ ব্যক্তি দিলোয়ার হোসেন, মন্তাজ আলী, আরজু মিয়া, সোয়াব উল্লাহ, নুর উদ্দীন, আফজল আলী, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজাজুল হোসেন, তেলিকোনা উত্তরপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী (সাবেক) আবুল কালাম, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান, বাতিঘর’র সভাপতি (সাবেক) রাসেল মাহমুদ, সমাজসেবক মোহাম্মদ আনসার আলী, ইসলামী যুব সংস্থা তেলিকোনার সাংগঠনিক সম্পাদক মারজান আহমদ, সহসাংগঠনিক সম্পাদক সাইদী হোসেন প্রমুখ।
তেলিকোনার দক্ষিণ পাড়ায় জামে মসজিদ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন তেলিকোনা গ্রামের প্রবীণ ব্যক্তি মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ আবু নছর, সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাস-উদ হাসান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসাইন, গোপালনগর হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আফতাব মিয়া, বিশ্বনাথের মোস্তফা টেইলার্সের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা ও মাওলানা সাইফুদ্দিন।-প্রেসবিজ্ঞপ্তি













