ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে দলীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব জাবেদ আহমদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণেট সহসভাপতি, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণেট সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি, প্রবীণ মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মিলাদ, সদ্য সাবেক সভাপতি মাওলানা ইমরান আহমদ, ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সহসাধারণ সম্পাদক সালমান চৌধুরী।
কাউন্সিলে নির্বাচিত সভাপতি মিজানুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি সালমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আল-আমিনসহ ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান বক্তা।-প্রেসবিজ্ঞপ্তি













