Search

বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী কবি এমএ বাসিত আশরাফ সংবর্ধিত

বিশ্বনাথটুডে ডেস্ক :: সিলেটের মরহুম মুফতি আবদুল খালিক রহ. ফাউন্ডেশন বৃহত্তর উত্তর বিশ্বনাথ এবং দারুল ক্বোরআন রাজাগঞ্জ বাজার হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাজ্যের লন্ডন দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের শিক্ষক, গভর্নর কবি এমএ বাসিত আশরাফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে দারুল ক্বোরআন রাজাগঞ্জ বাজার হাফেজিয়া মাদ্রাসা মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংবর্ধনা গ্রহণ করেন কবি এমএ বাসিত আশরাফ।

মুফতি আবদুল খালিক রহ. ফাউন্ডেশনের সভাপতি মোছাদ্দিক হোসেন হাবিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মাওলানা আফম আহমদ হোসাইন, সিঙ্গেরকাছ আলিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছেহ, উত্তর বিশ্বনাথ শাহী ঈদগাহ’র সভাপতি ও লজ্জতুন নেছা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক, দারুল ক্বোরআন রাজাগঞ্জ বাজার হাফেজিয়া মাদ্রাসার সভাপতি ও তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা এটিএম নুর উদ্দিন, একই মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল মোমিন, দারুল ক্বোরআন রাজাগঞ্জ বাজার হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোস্তফা আহমদ।

শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল লেইছ। ইসলামি সঙ্গীত পরিবেশন করেন সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠির সদস্য হাফেজ সাদিক আহমদ হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহসভাপতি মোজাহিদ আলী।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত