নিজস্ব প্রতিবেদক :: ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে সময়ের শৈল্পিক প্রজ্জলন বাতিঘর’র উদ্যোগে ১১তম আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার রাজাগঞ্জ বাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বাতিঘর সভাপতি রুহেল আহমদ রাজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাঈমুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের আরশ আলী, তেলিকোনা আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল মোমিন, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান মাওলানা কামরুল হুদা, বেবী কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট।
শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন বাতিঘর’র প্রচার সম্পাদক আতিকুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবদুল গাফ্ফার লিমন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন তেলিকোনা আলিম আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মাওলানা আবুল ফজল মো. আহমদ হোসাইন।













