নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎস্পর্শে আল-আমিন (২৩) নামে এক রঙ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ই মার্চ) সকাল সাড়ে ১১টায় পৌরশহরের চান্দশিরকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন বাক্ষণবাড়িয়া জেলার কসবা থানার নিবড়া গ্রামের শাহ আলমের ছেলে। দীর্ঘদিন ধরে বিশ্বনাথ পৌরশহরের মছতুরা সংলগ্ন নোয়াব আলীর বাসায় ভাড়াটে হিসেবে পরিবারের সাথে বসবাস করে আসছিলেন তিনি।
স্থানীয়রা জানান, চান্দশিরকাপন গ্রামের বশির উদ্দিনের বাড়ির দ্বিতীয় তলায় রঙের কাজ করছিলেন আল-আমিনসহ অন্য শ্রমিকেরা। উপর থেকে রশি ঝুলিয়ে দেয়ালে রঙ করছিলেন তারা। এক পর্যায়ে পার্শ্ববর্তী বৈদ্যুতপর মূল লাইনে পড়ে যাওয়া রশি সরিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আল-আমিন। মূহুর্তেই আগুলে ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ। পরে, গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আল-আমিন।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অমিত সিংহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে এসেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’