বিশ্বনাথটুডে ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও দশঘর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। রবিবার (১৪ জানুয়ারী) সকাল ৭টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগছিলেন এই প্রবীণ বিএনপি নেতা। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।
মরহুম আবুল হোসেনের জানাজার নামাজ রবিবার আড়াইটায় দশঘর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, প্রবীণ বিএনপি নেতা আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর। আজ রবিবার সকালে এক শোকবার্তায় তিনি বলেন, আবুল হোসেন ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। পাশাপাশি, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।













