Search

বিশ্বনাথে দলীয় নেতাকর্মীর সাথে জাপা নেতা আবু বক্করের মতবিনিময়

বিশ্বনাথটুডে ডেস্ক :: দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় পার্টি (জাপা) ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাজী আবু বক্কর সিদ্দিকী কয়েছ। আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের হাজী তোতা মিয়া শপিং সেন্টারের ২য় তলায় অবস্থিত পার্টি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। হাজী আবু বক্কর সিদ্দিকী কয়েছ নিজেই সভায় সভাপতিত্ব করেন।


সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক এসএম রফিক আহমেদের সঞ্চালনায় মতবিনিময়ে অংশ নেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এমএ রব, জাপা নেতা আফজাল আলী তালুকদার, রহমত আলী ভরসা , শফিক মিয়া, খোয়াজ আলী, আলতাবুর রহমান, আমির আলী, মানিক মিয়া, নিজাম আহমেদ, সাদেক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন রাজু, রাজন আহমেদ, শাজাহান আহমেদ ময়ূর, পৌর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আহমেদ মনির খান, জাপা নেতা সামির আলী, রুহেল মিয়া, দিদার আহমেদ, সুভাষ চন্দ্র দাস, মানিক মিয়া, সোহেল তালুকদার প্রমুখ।


সভায় উপজেলার আট ইউনিয়নের জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদেরও নানা মতামত তুলে ধরেন। সেই সাথে নিজেদের বিভিন্ন দুঃখবঞ্চনার বিষয়েও আলোকপাত করেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত