Search

বিশ্বনাথে শোকের ছায়া : সড়ক দুর্ঘটনায় কৃষক দল নেতা ইরন মেম্বারের মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক :: বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া মেম্বার (৪২)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত ইরন মিয়া বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্বপাড়া নোয়াগাঁও গ্রামের মৃত হাজী আস্তফা মিয়ার ছেলে এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত মেম্বার।

​প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দলীয় নির্বাচনী কাজে নিজের মোটরসাইকেলযোগে বিশ্বনাথ থেকে নাজিরবাজার যাচ্ছিলেন ইরন মিয়া। নাজিরবাজার এলাকায় পৌঁছামাত্র পেছন থেকে আসা ‘আকিজ হেলথ কেয়ার এন্ড হাইজিন লিমিটেড’-এর একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ম ১১-৪০৫০) তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হন তিনি।

​দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা কাভার্ড ভ্যানটি আটক করেন এবং আশঙ্কাজনক অবস্থায় ইরন মিয়াকে উদ্ধার করে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এদিকে, ইরন মিয়ার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে পরিবারে চলছে শোকের মাতম।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত