Search

বিশ্বনাথে দিনদুপুরে সাংবাদিকের ভাইয়ের বসতঘরে চুরি

​নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার বিশ্বনাথেরগাঁও গ্রামে দিনদুপুরে এক সাংবাদিকের বড় ভাইয়ের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গ্রিল কেটে ঘরে ঢুকে চোরেরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

​ক্ষতিগ্রস্ত আব্দুল লতিফ বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্নার বড় ভাই। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।

​আব্দুল লতিফ জানান, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি স্ব-পরিবারে বসতঘর তালাবদ্ধ করে এক আত্মীয়ের বিয়েতে যান। বাড়ি ফিরে দেখেন, ঘরের গ্রিল কাটা। ভেতরে প্রবেশ করে দেখেন, ঘরে রক্ষিত ১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। চুরি ও ভাঙচুরের কারণে তাঁর প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

​ঘটনাটি জানাজানি হওয়ার পর বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

​বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত