Search

বিশ্বনাথের টানা পাঁচবারের ইউপি সদস্য আব্দুল গফুর আর নেই

​নিজস্ব প্রতিবেদক :: ​সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের ৯ নাম্বার ওয়ার্ডের টানা পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য ও স্থানীয় রায়কেলী গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল গফুর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। ​আজ সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২ বছর।

আব্দুল গফুর ​স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে টানা ৩৭ বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগে আজ না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

​প্রবীণ এই জনপ্রতিনিধি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত