সাইফুল ইসলাম বেগ :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। তফসিল ঘোষণার আগেই প্রার্থীদের মধ্যে চলছে মাঠ দখলের লড়াই। বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন পেয়েই নেমেছেন প্রচারণায়। যোগ দিচ্ছেন জনসভা, গণসংযোগ, মিছিল, উঠান বৈঠকে। ব্যানার-ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরছেন পরিকল্পনা-প্রতিশ্রুতি।
প্রচারনায় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা, জামায়াত মনোনিত প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান, খেলাফত মজলিস মনোনিত প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী, বাংলাদেশ খেলাফত মনোনিত প্রার্থী মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী, ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী মাওলানা আমীর উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনিত প্রার্থী হাফেজ হোসাইন আহমদ।
দুই উপজেলার হাট-বাজার ও গ্রামীণ জনপদে এখন আলোচনার মূল বিষয়, কে হতে যাচ্ছেন সিলেট-২ আসনের আগামীর সংসদ সদস্য? ভোটারদের বড় একটি অংশ বলছেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটযুদ্ধ হবে মূলতঃ বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে, ‘গুম হওয়া’ বিএনপির প্রভাবশালী রাজনীতিবীদ এম. ইলিয়াস আলীর প্রতি জনভালোবাসা অনেকটা এগিয়ে রেখেছে হেভিওয়েট প্রার্থী ইলিয়াসপত্মী লুনাকে। গাড়ীচালক আনসারসহ ইলিয়াস ‘গুমের’ পর থেকেই রাজনীতির মাঠে তৎপর তিনি। তাই, স্থানীয়ভাবে ইলিয়াস আলীর আসন হিসেবে পরিচিত এই এলাকায় লুনাকে এগিয়ে রাখছেন অনেক ভোটার।
কথা হলে তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘এই আসনের উন্নয়ন-অগ্রগতি ছিল আমার স্বামীর মূল লক্ষ্য। তিনি এলাকার মানুষকে ভালোবেসে নানা উন্নয়নমূলক কাজ করেছেন। আমি তাঁঁর ধারাবাহিকতায় উন্নয়ন উপহার দিতে এবং জনগণের পাশে থাকতে নির্বাচন করছি।’
জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, ‘জনগণের আস্থা পুনরুদ্ধারই আমার লক্ষ্য। পাশাপাশি, যুবকদের কর্মসংস্থান, রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় গুরুত্ব দেব।’
খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী বলেন, ‘রাজনৈতিক আবেগ সামাজিক-রাজনৈতিক নৈরাজ্যের সৃষ্টি করে। রাজনৈতিক নৈতিকতা ও বিবেক আর্থ-সামাজিক উন্নয়নের রোল মডেল হয়। আশাকরি ত্রয়োদশ নির্বাচনে এর প্রতিফলন ঘটবে। আমি এলাকার জনগণের সামগ্রিক জীবনমান পরিবর্তনের জন্য উন্নয়নের সুর্নিদিষ্ট প্যাকেজে কাজ করতে চাই।’
মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী বলেন, ‘আমি চাই বিশ্বনাথ ও ওসমানীনগরকে একটি শিক্ষিত, ন্যায়ভিত্তিক ও উন্নত অঞ্চলে পরিণত করতে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আমীর উদ্দিন বলেন, ‘সৎ নেতৃত্বই দেশের প্রকৃত পরিবর্তন আনতে পারে। সর্বোচ্চ উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে শান্তির জনপদ হিসাবে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।’













