নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহিরুল হোসেন জহিরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিলেটের আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এরআগে, সোমবার গভীর রাতে উপজেলার লামাকাজী ইউনিয়নের মুন্সিরগাঁও গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহির ওই গ্রামের মৃত আব্দুল মজিদ চেয়ারম্যানের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী। তিনি জানান, ‘চলতি বছরের মে মাসে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের হাবিবুর রহমানের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে, তিনি ওই মামলার এজাহারনামীয় আসামি নন।’













